আজ বাদ যোহর বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তোতা মিয়া মুন্সি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করেন। উক্ত মিলাদ মাহফিলে ইউনিয়ন পরিষদের সকল সদস্য,ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপাটের এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে মুনাজাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে তাদের সকলকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থণা করা হয়। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্যও প্রার্থণা করা হয়। সবশেষে বর্তমানের সবচেয়ে গুরুতর বিষয় করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়। মুনাজাত শেষে চেয়ারম্যান মহোদয় দুঃস্থ্য মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস