(২৩৪)সংস্কৃতির ক্ষেত্রে মুন্সীগঞ্জের সুদূর অতীত সমৃদ্ধ ছিল; কারণ হিন্দু অধ্যুষিত বিক্রমপুরের উচ্চবর্ণের শিক্ষিত ও সমৃদ্ধ পরিবারগুলোর সাথে তখন সরাসরি যোগাযোগ ছিল কলকাতার। তাদের কেউ ব্যবসা, কেউ চাকরি আবার কেউবা সেখানে লেখাপড়া করতেন। বিভিন্ন পার্বণে যখন তারা বাড়িতে আসতেন, তখন তারা গানে, নাটকে, যাত্রাপালায় ও অন্যান্য অনুষ্ঠানে চারদিক মুখরিত করে তুলতেন। পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় সঙ্গীত, নৃত্য, নাট্যকলা ইত্যাদি বিষয়ে স্থানীয় ছেলেমেয়েদেরকে তালিম দেয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ উপজেলায় বিভিন্ন সময়ে সংস্কৃতির বিকাশ ও লালনে প্রভূত অবদান রাখছে।